হাত না মেলালেও অস্ট্রেলিয়া দিল হাততালি
মোস্তাফিজুর রহমানের করা শেষ বলটা মিচেল স্টার্কের স্টাম্প ছুঁয়ে পৌঁছে গেছে সীমানার বাইরে। থার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করা শরিফুল ইসলাম বুঝে উঠতে পারলেন না কি করবেন? বলটা কুড়িয়ে আনবেন, না দলের বিজয়োৎসবে যোগ দেবেন? উৎসবে যোগ দিতে গিয়েও ফিরে এসে বাঁহাতি পেসার বলটা কুড়িয়ে তুলে দিলেন আম্পায়ারের হাতে।