নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অল্প রানের পুঁজি নিয়েও প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়। কাল মিরপুরে আসা সেই ঐতিহাসিক জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক এর মধ্যেই দৃষ্টি ফেলেছেন পরবর্তী গন্তব্যে, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও দিতে চান সেরাটা। এবং সেটা প্রথম বল থেকেই।
গতকাল ২৩ রানে জেতার পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’
কাল বাংলাদেশ জিতেছে বোলার–ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে। তবে ব্যাটিংটা হয়নি সেভাবে ভালো। প্রথম ম্যাচের সেই ভুল আর করতে চান না মাহমুদউল্লাহ, ‘এই ম্যাচে (প্রথম টি–টোয়েন্টি) যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে চাই। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া। প্রথম বল থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
মিরপুরের উইকেট মানেই মন্থর আর নিচু। গতকালও সেটিরই ধারাবাহিকতা দেখা গেছে। স্পিনাররা ভালো টার্ন পেয়েছেন। রান করাটা তাই একেবারেই সহজ ছিল না। প্রথমে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বিরতির সময় মাহমুদউল্লাহ সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন এভাবে, ‘টিম মিটিংয়ে বলছিলাম, আমরা ১০ রান কম করেছি। তাই আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’
অধিনায়কের কথা রেখেছেন সোহান–আফিফ–শরিফুলরা। বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হয়েছে কাল দুর্দান্তই। সতীর্থদের জন্য মাহমুদউল্লাহ বরাদ্দ রাখলেন আলাদা প্রশংসা, ‘ফিল্ডিংয়ে ছেলেরা ছিল প্রাণবন্ত, ওরা ছিল ক্ষুধার্ত। বোলাররা ওদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে। এই ধরনের স্কোর ডিফেন্ড করতে বোলিংয়ে শুরুতে খুব আগ্রাসী মানসিকতা প্রয়োজন। আমরা ঠিক তাই করেছি।’
অল্প রানের পুঁজি নিয়েও প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়। কাল মিরপুরে আসা সেই ঐতিহাসিক জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক এর মধ্যেই দৃষ্টি ফেলেছেন পরবর্তী গন্তব্যে, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও দিতে চান সেরাটা। এবং সেটা প্রথম বল থেকেই।
গতকাল ২৩ রানে জেতার পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’
কাল বাংলাদেশ জিতেছে বোলার–ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে। তবে ব্যাটিংটা হয়নি সেভাবে ভালো। প্রথম ম্যাচের সেই ভুল আর করতে চান না মাহমুদউল্লাহ, ‘এই ম্যাচে (প্রথম টি–টোয়েন্টি) যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে চাই। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া। প্রথম বল থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
মিরপুরের উইকেট মানেই মন্থর আর নিচু। গতকালও সেটিরই ধারাবাহিকতা দেখা গেছে। স্পিনাররা ভালো টার্ন পেয়েছেন। রান করাটা তাই একেবারেই সহজ ছিল না। প্রথমে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বিরতির সময় মাহমুদউল্লাহ সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন এভাবে, ‘টিম মিটিংয়ে বলছিলাম, আমরা ১০ রান কম করেছি। তাই আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’
অধিনায়কের কথা রেখেছেন সোহান–আফিফ–শরিফুলরা। বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হয়েছে কাল দুর্দান্তই। সতীর্থদের জন্য মাহমুদউল্লাহ বরাদ্দ রাখলেন আলাদা প্রশংসা, ‘ফিল্ডিংয়ে ছেলেরা ছিল প্রাণবন্ত, ওরা ছিল ক্ষুধার্ত। বোলাররা ওদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে। এই ধরনের স্কোর ডিফেন্ড করতে বোলিংয়ে শুরুতে খুব আগ্রাসী মানসিকতা প্রয়োজন। আমরা ঠিক তাই করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫