Ajker Patrika

আজও সেরাটা দিতে চান মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজও সেরাটা দিতে চান মাহমুদউল্লাহ

অল্প রানের পুঁজি নিয়েও প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়। কাল মিরপুরে আসা সেই ঐতিহাসিক জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক এর মধ্যেই দৃষ্টি ফেলেছেন পরবর্তী গন্তব্যে, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও দিতে চান সেরাটা। এবং সেটা প্রথম বল থেকেই।

গতকাল ২৩ রানে জেতার পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’

কাল বাংলাদেশ জিতেছে বোলার–ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে। তবে ব্যাটিংটা হয়নি সেভাবে ভালো। প্রথম ম্যাচের সেই ভুল আর করতে চান না মাহমুদউল্লাহ, ‘এই ম্যাচে (প্রথম টি–টোয়েন্টি) যে ভুলগুলো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে চাই। পা মাটিতে রেখে নিজেদের গুছিয়ে নেওয়া। প্রথম বল থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’

মিরপুরের উইকেট মানেই মন্থর আর নিচু। গতকালও সেটিরই ধারাবাহিকতা দেখা গেছে। স্পিনাররা ভালো টার্ন পেয়েছেন। রান করাটা তাই একেবারেই সহজ ছিল না। প্রথমে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বিরতির সময়  মাহমুদউল্লাহ সতীর্থদের উদ্বুদ্ধ করেছেন এভাবে, ‘টিম মিটিংয়ে বলছিলাম, আমরা ১০ রান কম করেছি। তাই আমাদের ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’

অধিনায়কের কথা রেখেছেন সোহান–আফিফ–শরিফুলরা। বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হয়েছে কাল দুর্দান্তই। সতীর্থদের জন্য মাহমুদউল্লাহ বরাদ্দ রাখলেন আলাদা প্রশংসা, ‘ফিল্ডিংয়ে ছেলেরা ছিল প্রাণবন্ত, ওরা ছিল ক্ষুধার্ত। বোলাররা ওদের পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে। এই ধরনের স্কোর ডিফেন্ড করতে বোলিংয়ে শুরুতে খুব আগ্রাসী মানসিকতা প্রয়োজন। আমরা ঠিক তাই করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত