মিরপুরে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার গতির কাছে নাকাল হয়েছে বাংলাদেশরে টপ অর্ডার। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ব্যাটে ভর করে অতিথিদের ১৩২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মাহমুদউল্লাহর দল। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করেছে ৭ উইকেট ১৩১ রান।
জিম্বাবুয়ে থেকে দারুণ একটা সিরিজ কাটিয়ে আসা সৌম্য সরকার-নাঈম শেখদের চ্যালেঞ্জটা ছিল ধারাবাহিকতা ধরে রাখার। নাঈম কিছুটা চেষ্টা করলেও, সৌম্য পুরোপুরিই ব্যর্থ। প্রথম ওভারের দ্বিতীয় বলে মিচেল স্টার্ককে ছক্কা মেরে শুরু করেন ওপেনার নাঈম শেখ। ছক্কার আগে পরে ওই ওভারের পাঁচ বলই ডট দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। একপাশে আরেক ওপেনার সৌম্য হাঁসফাঁস করেছেন রান করতে।
তৃতীয় ওভারেই লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে আক্রমণে নিয়ে আসেন ম্যাথু ওয়েড। এক চারে প্রথম ওভারে ছয় রান দেন জাম্পা। চর্তুথ ওভারেই ফেরেন সৌম্য। জশ হ্যাজেলউডকে কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন সৌম্য (২)। পাওয়ার প্লেতে ৩১ রান তুলতে পারে বাংলাদেশ। প্রথম ওভারে উইকেটের দেখা না পেলেও নিজের দ্বিতীয় ওভারে নাঈমকে ফেরান জাম্পা। জাম্পাকে রিভার্স সুইপ করতে গিয়ে ২৯ বলে ৩০ করে ড্রেসিংরুমে ফেরেন নাঈম।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো যায়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিন ম্যাচে করেছিলেন মোটে ৫৩ রান। এদিনও বেশি দূর আগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ২০ বলে ২০ আউট হয়েছেন জশ হ্যাজলউডের বলে ক্যাচ আউট হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেলা নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাটা ধরে রাখতে পারেননি। অ্যান্ড্রু টাইয়ের বলে ওয়াইডের অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হন ৩ রানে।
সাকিব আল হাসান একপ্রান্তে রান তোলার চেষ্টা চালিয়ে যান। সাকিব থামেন হ্যাজালউডের বলে। ৩৩ বলে ৩৬ রান করে বোল্ড হন সাকিব। দলের রান তখন ৫ উইকেট হারিয়ে ১০৪। শামীম পাটোয়ারিও কিছু করতে পারেননি। ৪ রান করে স্টার্কের বলে বোল্ড হন তিনি। আফিফ হোসেনের ১৭ বলে ২৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হলে ৭ উইকেট ১৩১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। হ্যাজালউড ৩ টি, স্টার্ক ২টি এবং জাম্পা ও টাই ১টি করে উইকেট নেন।
মিরপুরে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার গতির কাছে নাকাল হয়েছে বাংলাদেশরে টপ অর্ডার। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ব্যাটে ভর করে অতিথিদের ১৩২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মাহমুদউল্লাহর দল। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করেছে ৭ উইকেট ১৩১ রান।
জিম্বাবুয়ে থেকে দারুণ একটা সিরিজ কাটিয়ে আসা সৌম্য সরকার-নাঈম শেখদের চ্যালেঞ্জটা ছিল ধারাবাহিকতা ধরে রাখার। নাঈম কিছুটা চেষ্টা করলেও, সৌম্য পুরোপুরিই ব্যর্থ। প্রথম ওভারের দ্বিতীয় বলে মিচেল স্টার্ককে ছক্কা মেরে শুরু করেন ওপেনার নাঈম শেখ। ছক্কার আগে পরে ওই ওভারের পাঁচ বলই ডট দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। একপাশে আরেক ওপেনার সৌম্য হাঁসফাঁস করেছেন রান করতে।
তৃতীয় ওভারেই লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে আক্রমণে নিয়ে আসেন ম্যাথু ওয়েড। এক চারে প্রথম ওভারে ছয় রান দেন জাম্পা। চর্তুথ ওভারেই ফেরেন সৌম্য। জশ হ্যাজেলউডকে কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন সৌম্য (২)। পাওয়ার প্লেতে ৩১ রান তুলতে পারে বাংলাদেশ। প্রথম ওভারে উইকেটের দেখা না পেলেও নিজের দ্বিতীয় ওভারে নাঈমকে ফেরান জাম্পা। জাম্পাকে রিভার্স সুইপ করতে গিয়ে ২৯ বলে ৩০ করে ড্রেসিংরুমে ফেরেন নাঈম।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো যায়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিন ম্যাচে করেছিলেন মোটে ৫৩ রান। এদিনও বেশি দূর আগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ২০ বলে ২০ আউট হয়েছেন জশ হ্যাজলউডের বলে ক্যাচ আউট হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেলা নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাটা ধরে রাখতে পারেননি। অ্যান্ড্রু টাইয়ের বলে ওয়াইডের অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হন ৩ রানে।
সাকিব আল হাসান একপ্রান্তে রান তোলার চেষ্টা চালিয়ে যান। সাকিব থামেন হ্যাজালউডের বলে। ৩৩ বলে ৩৬ রান করে বোল্ড হন সাকিব। দলের রান তখন ৫ উইকেট হারিয়ে ১০৪। শামীম পাটোয়ারিও কিছু করতে পারেননি। ৪ রান করে স্টার্কের বলে বোল্ড হন তিনি। আফিফ হোসেনের ১৭ বলে ২৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হলে ৭ উইকেট ১৩১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। হ্যাজালউড ৩ টি, স্টার্ক ২টি এবং জাম্পা ও টাই ১টি করে উইকেট নেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫