নিজস্ব প্রতিবেদক
মাঝ মাত্র নয় দিন। তাতেই আমূল বদলে গেলেন নাসুম আহমেদ? নয় দিন আগে এই বাঁহাতি স্পিনারকে কি তুলোধুনাটাই না করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সেই নাসুমই আজ মিরপুরে বাংলাদেশকে এনে দিলেন ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৯ রানে ৪ উইকেট নেওয়া নাসুমকে তাই ম্যাচসেরা বাঁচতে একটুও সময় লাগল না!
জিম্বাবুয়ে সফরের টি–টোয়েন্টি দলে থাকলেও নাসুম সুযোগ পেয়েছিলেন মাত্র ১টি ম্যাচে। ২৫ জুলাই সিরিজের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটিতে মেহেদী হাসানের জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। সে ম্যাচে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২৬ বছর বয়সী স্পিনার ছিলেন উইকেটশূন্য। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে যাওয়ায় সেভাবে সমালোচনায় পড়তে হয়নি নাসুমকে।
এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে থাকলেও তাই নাসুমের খেলা অনিশ্চিতই ছিল। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের স্পিনারের সামনে কাবু হতে দেখেই কিনা আজ একাদশে রাখা হয়েছিল নাসমুকে। সেই ভরসা রাখার মূল্য কি দারুণভাবেই না দিলেন এই স্পিনার।
বোলিংয়ে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে। ওই ওভারের তৃতীয় বলে জস ফিলিপেকে স্টাম্পিং করে তাঁর শুরু। পরে একে একে ফেরান ম্যাথু ওয়েডে, অ্যাশটন অ্যাগার ও মিচেল মার্শকে। বোলিং ফিগারটাও সারা জীবন বাঁধিয়ে রাখার মতো, ৪–১৯–৪। তাঁর ২৪ বলের মধ্যে অর্ধেক বলেই রান নিতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মূলত নাসুমের বোলিংয়ের সামনেই ১৩২ রানের লক্ষ্যটাই অস্ট্রেলিয়ার সামনে হয়ে দাঁড়ায় এভারেস্টসমান! অবশ্য শুধু নাসুম নন, আজ বাংলাদেশের সব বোলারই করেছেন দুরন্ত বোলিং। তবে দিনশেষে ২৩ রানের জয়ে নাসুমই পাবেন সবচেয়ে বেশি হাততালি।
ম্যাচ শেষে নাসুম জানিয়েছেন তার সাফল্যের রহস্য, ‘আমার লক্ষ্যে ছিল, রান আটকানোর চেষ্টা করা, ডট বল করা। সেটি করতে গিয়ে উইকেট পেয়ে গেছি।’ ক্যারিয়ারসেরা বোলিংয়ের পেছনে এই বাঁহাতি স্পিনার কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে, ‘রিয়াদ ভাই আর সাকিব ভাই দুজন মিলে আমাকে অনেক সহযোগিতা করেছেন। যখনই আমি বোলিং করতে যাচ্ছিলাম, তখন তাঁরা এসে নানা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী বোলিং করার চেষ্টা করে সফল হয়েছি।’
মাঝ মাত্র নয় দিন। তাতেই আমূল বদলে গেলেন নাসুম আহমেদ? নয় দিন আগে এই বাঁহাতি স্পিনারকে কি তুলোধুনাটাই না করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সেই নাসুমই আজ মিরপুরে বাংলাদেশকে এনে দিলেন ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৯ রানে ৪ উইকেট নেওয়া নাসুমকে তাই ম্যাচসেরা বাঁচতে একটুও সময় লাগল না!
জিম্বাবুয়ে সফরের টি–টোয়েন্টি দলে থাকলেও নাসুম সুযোগ পেয়েছিলেন মাত্র ১টি ম্যাচে। ২৫ জুলাই সিরিজের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটিতে মেহেদী হাসানের জায়গায় তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। সে ম্যাচে ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২৬ বছর বয়সী স্পিনার ছিলেন উইকেটশূন্য। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে যাওয়ায় সেভাবে সমালোচনায় পড়তে হয়নি নাসুমকে।
এমন পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে থাকলেও তাই নাসুমের খেলা অনিশ্চিতই ছিল। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের স্পিনারের সামনে কাবু হতে দেখেই কিনা আজ একাদশে রাখা হয়েছিল নাসমুকে। সেই ভরসা রাখার মূল্য কি দারুণভাবেই না দিলেন এই স্পিনার।
বোলিংয়ে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে। ওই ওভারের তৃতীয় বলে জস ফিলিপেকে স্টাম্পিং করে তাঁর শুরু। পরে একে একে ফেরান ম্যাথু ওয়েডে, অ্যাশটন অ্যাগার ও মিচেল মার্শকে। বোলিং ফিগারটাও সারা জীবন বাঁধিয়ে রাখার মতো, ৪–১৯–৪। তাঁর ২৪ বলের মধ্যে অর্ধেক বলেই রান নিতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মূলত নাসুমের বোলিংয়ের সামনেই ১৩২ রানের লক্ষ্যটাই অস্ট্রেলিয়ার সামনে হয়ে দাঁড়ায় এভারেস্টসমান! অবশ্য শুধু নাসুম নন, আজ বাংলাদেশের সব বোলারই করেছেন দুরন্ত বোলিং। তবে দিনশেষে ২৩ রানের জয়ে নাসুমই পাবেন সবচেয়ে বেশি হাততালি।
ম্যাচ শেষে নাসুম জানিয়েছেন তার সাফল্যের রহস্য, ‘আমার লক্ষ্যে ছিল, রান আটকানোর চেষ্টা করা, ডট বল করা। সেটি করতে গিয়ে উইকেট পেয়ে গেছি।’ ক্যারিয়ারসেরা বোলিংয়ের পেছনে এই বাঁহাতি স্পিনার কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে, ‘রিয়াদ ভাই আর সাকিব ভাই দুজন মিলে আমাকে অনেক সহযোগিতা করেছেন। যখনই আমি বোলিং করতে যাচ্ছিলাম, তখন তাঁরা এসে নানা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী বোলিং করার চেষ্টা করে সফল হয়েছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫