Ajker Patrika

টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব–নাঈমের লাফ–ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক
টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব–নাঈমের লাফ–ঝাঁপ

টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও মোহাম্মদ নাঈমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি শেষে কাল আইসিসি যে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেখানে সাত ধাপ ওপরে উঠে অস্ট্রেলিয়ার মিচেল মার্শের সঙ্গে যৌথভাবে ২৫তম অবস্থানে আছেন নাঈম। সাকিব ব্যাটিংয়ে এগিয়েছেন ছয় ধাপ। বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাঁহাতি অলরাউন্ডারের।

কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে নাঈম ২৯ বলে ৩০ রান করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষেও টি–টোয়েন্টি সিরিজে একটি ফিফটি করেছিলেন। সাম্প্রতিক ফর্মের পুরস্কার হিসেবে নাঈম ৩২ থেকে ২৫ নম্বরে এসেছেন।

আর ছয় ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের অবস্থান এখন ৫৬ নম্বরে। বাংলাদেশ অলরাউন্ডার গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ বলে করেছেন ৩৬ রান। বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ২৪ রানে ১ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮ তম অবস্থানে রয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। আর টি–টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব আছেন দুই নম্বরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত