Ajker Patrika

হেনরিকসই কি বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭: ৪৫
হেনরিকসই কি বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক

অস্ট্রেলিয়া দল বিকেলে মাঠে ঢুকতেই প্রথমে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ময়জেস হেনরিকস এগিয়ে গেলেন উইকেটের দিকে। তাঁর পিছু পিছু ছুটলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। ঢেকে থাকা কাভার তুলে হেনরিকস তন্ন তন্ন করেই দেখলেন উইকেট। টিপে দেখলেন উইকেটের মাটিও। হেনরিকসের সঙ্গে যোগ দিলেন কোচও।

উইকেট দেখা শেষ হতেই হেনরিকস ও ল্যাঙ্গার দুজনে বেশ কিছুক্ষণ আলাপ সেরে নিলেন শেরেবাংলার মাঝ উইকেটের পাশে দাঁড়িয়ে। বাংলাদেশ সিরিজের আগে দুজন কি কথা বললেন কৌশল নিয়ে?

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হতে মাঝে বাকি একদিন। এখনো অস্ট্রেলিয়া তাদের অধিনায়কের নামই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ মাঠে ফেরার পর যেভাবে হেনরিকস সবার আগে উইকেটের দিকে গেলেন, প্রশ্ন আসছে এই সিরিজে তিনিই নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া দলকে?

অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে ও টি–টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়াই বাংলাদেশে এসেছে। চোটে পড়ায় দলেরর সঙ্গে আসা হয়নি ফিঞ্চের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যদিও ফিঞ্চের অনুপস্থিতিতে টি–টোয়েন্টিতে ম্যাথু ওয়েড এবং ওয়ানডেতে অ্যালেক্স ক্যারি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছিল এই দুজনের পাশাপাশি বাংলাদেশ সফরে স্কোয়াডের দুই সিনিয়র দুই সদস্য মিচেল মার্শ ও হেনরিকসও আছেন অধিনায়ক হওয়ার বিবেচনায়।

বাংলাদেশে আসার আগে অবশ্য অধিনায়ক কে হচ্ছেন সেই প্রশ্ন শুনতে হয়েছিল জাস্টিন ল্যাঙ্গারকে। স্পষ্ট উত্তর না দিয়ে তখন অস্ট্রেলিয়ার কোচ বলেছিলেন, ‘এই বিষয়ে আমরা কাজ করছি। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ধারাবাহিক হতে চাইব। আমরা আগেও দেখিয়েছি আমরা ধারাবাহিক। বাংলাদেশের টি-টোয়েন্টির ক্ষেত্রেও তা-ই করতে পারব বলে বিশ্বাস করি।’

সেই ধারাবাহিকতা থেকেই কি ওয়েড–ক্যারির পর ৩৪ বছর বয়সী হেনরিকসের কাঁধেই দায়িত্বের ভার দিচ্ছে অস্ট্রেলিয়া?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত