Ajker Patrika

বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০: ০২
বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান তুলেছে ম্যাথু ওয়েডের দল।

টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে অ্যালেক্স ক্যারি (১১) মেহেদী হাসানের বলে মিড অনে নাসুম আহমেদের হাতে ধরা পড়েন। আরেক ওপেনার জশ ফিলিপকে (১০) বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। 

তৃতীয় উইকেট জুটিতে ময়েজেস হেনরিকস ও মিচেল মার্শ পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয় অস্ট্রেলিয়া। তবে খুব বেশি এগোতে পারেননি তারা। দলীয় ৮৮ রানে হেনরিকসকে ৩০ রানে সাকিব বোল্ড করলে ভাঙে ৫৭ রানের জুটি। 

হেনরিকসের পর ইনিংস সর্বোচ্চ ৪৫ করা মার্শকে ফেরান শরিফুল। ইনিংসের শেষদিকে মোস্তাফিজ আর শরিফুলের বোলিং তোপে ১৮ রানের মধ্যে ম্যাথু ওয়েড (৪), অ্যাস্টন অ্যাগার (০), অ্যাস্টন টার্নারের (৩) উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দিকে স্টার্কের ১০ বলে ১৩ রানে ৭ উইকেটে ১২১ রানে থামে অস্ট্রেলিয়া।

আজও বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। এখন ব্যাটসম্যানরা কাজটা ঠিকঠাক করতে পারলেই সিরিজটা ২–০ করে ফেলতে পারবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত