Ajker Patrika

২৭ বছর পর নিজেদের ক্রিকেট ম্যাচ দেখতে পারলেন না অস্ট্রেলিয়ানরা

২৭ বছর পর নিজেদের ক্রিকেট ম্যাচ দেখতে পারলেন না অস্ট্রেলিয়ানরা

প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। কিন্তু পাঁচ ম্যাচের এই সিরিজটি দেখতে পারছেন না অস্ট্রেলিয়ান দর্শকেরা। আগেই জানা গেছে, সিরিজের ম্যাচগুলো দেখাতে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন। কাল অনেক খুঁজেও তাই সিরিজের প্রথম ম্যাচটি দেখতে পারেননি অস্ট্রেলিয়ান দর্শকেরা।

বাংলাদেশে এই সিরিজের খেলাগুলো সরাসরি দেখাচ্ছে বিটিভি, টি-স্পোর্টস ও গাজী টিভি। অস্ট্রেলিয়ায় সম্প্রচার না হওয়ায় কাল প্রথম ম্যাচটি অনেক খুঁজেও দেখতে পারেননি অস্ট্রেলিয়ানরা। অস্ট্রেলিয়ার সাদা বল ক্রিকেটের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ তো এ নিয়ে টুইট পর্যন্ত করেছেন। চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝপথেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে আর টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক ফিঞ্চ। না হলে এই সিরিজে অধিনায়ক হিসেবে মাঠেই থাকতেন ফিঞ্চ।

খেলাটা সরাসরি সম্প্রচার না করায় সমালোচনা হচ্ছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমেও। সিডনি মর্নিং হেরাল্ডের সাংবাদিক মেলক্লম কন কাল টুইট করেছেন, ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ কোথাও খুঁজে পাচ্ছি না। কেউ কী পেয়েছেন?’ মেলক্লমের এই টুইটির জবাবে ফিঞ্চ লেখেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে...’

১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এই প্রথম দেশের বাইরে অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখাচ্ছে না অস্ট্রেলিয়ান কোনো মিডিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হোম সিরিজ সম্প্রচারের চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাচ্ছে না তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত