চবি উপাচার্যকে শিক্ষার্থী নেটওয়ার্কের পাল্টা শোকজ
করোনার অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পরীক্ষা নেওয়ার শর্ত হিসেবে, আবাসিক হলে না থাকা এবং যাতায়াত ব্যবস্থার দাবি তোলা যাবে না মর্মে নির্দিষ্ট ফরমে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। আমরা মনে করি, চবি প্রশাসনের এই সকল কর্মকাণ্ড নজিরবিহীন এবং চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।