Ajker Patrika

চবির কর্মচারীকে মারধর করে চাকরিচ্যুতের হুমকি, সমিতির সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ 

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চবির কর্মচারীকে মারধর করে চাকরিচ্যুতের হুমকি, সমিতির সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদের বিরুদ্ধে এক কর্মচারীকে চর-থাপ্পড় মেরে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার রেজিস্ট্রারকে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী চাকসু কেন্দ্রের নিম্নমান সহকারী ইমতিয়াজ আহমেদ। এ ঘটনায় শহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই কর্মচারী। 

অভিযোগ পত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় একটি আসনে বসাকে কেন্দ্র করে ওই কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগালি করে ও চড়-থাপ্পর দেন নুরুল ইসলাম শহীদ। এ ছাড়া প্রায়ই তিনি উপাচার্যের নাম ব্যবহার করে বিভিন্ন রকমের হুমকি দেন এবং চাকরি থেকে বাদ দিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান। 

এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী ইমতিয়াজ আহমেদ বলেন, নুরুল ইসলাম আমাকে সাতটি থাপ্পড় দেন। আমি ব্যবস্থা নিতে রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এস মনিরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

ঘটনা সম্পর্কে জানতে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদের মোবাইলে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। 

উল্লেখ্য, এর আগে গত ৪ মার্চ তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তরের বেতন ও ভাতা শাখা-২ এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত