Ajker Patrika

পরীক্ষার ফল ভালো না হওয়ায় চবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পরীক্ষার ফল ভালো না হওয়ায় চবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা

প্রথম বর্ষের পরীক্ষার ফল ভালো না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। তাঁর নাম দোলোয়ার হোসেন। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের পেছনে ঘটনাটি ঘটে। তিনি নিজের মোবাইল ভেঙে কাচ দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসে। চিকিৎসক জানিয়েছেন, ওই শিক্ষার্থী বর্তমানে সুস্থ আছেন। 

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, 'পরীক্ষায় সে ফার্স্টক্লাস না পাওয়ায় মোবাইলের কাচ দিয়ে হাত কেটে ফেলেছে। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে সে সুস্থ আছে।' 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, 'জিমনেশিয়ামের পেছনে এক শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখে নিরাপত্তা দপ্তরের প্রধান আমাদের জানায়। খবর পেয়ে আমাদের সহকারী প্রক্টর ছেলেটিকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যায়।' 

ড. রবিউল হাসান ভূঁইয়া আরও বলেন, 'দোলোয়ার হোসেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর রেজাল্ট ছিল ২.৭৭। এতে সে হতাশ ছিল। আমরা দোলোয়ার হোসেনের বন্ধুদেরকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।'     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত