পাকিস্তান সিরিজ বাতিলের অনুরোধ ছিল পাপনের কাছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কঠিন সময় পার করছে বাংলাদেশ। টানা দশ ম্যাচ তো জয়হীন, এর সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের নানা বিতর্ক। বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সুপার টুয়েলভে টানা পাঁচ হার নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। দেশে ফিরে দম ফেলারও সুযোগ পাওয়ার আগেই হাজির হয় পাকিস্তান।