নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দল ঘোষণার ঘণ্টাখানেকের ভেতর নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব আল হাসান। সাকিবের চিঠি গ্রহণ করা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এর মধ্যেই চলছে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও সাকিবকে নিয়ে আলোচনায় কোনো কিছুই যেন বাধা হতে পারছে না।
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সেখানেও এল সাকিব প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। বিশ্বকাপের পর ঘরের মাঠেও একের পর এক হারে যখন দলের নাজেহাল অবস্থা, মিরপুর টেস্ট শেষেই আবার সাকিবকে পাবে না দল। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড শঙ্কা জাগানিয়া সেখানে সাকিবকে না পাওয়া ক্ষতিই বটে।
তবে বাংলাদেশ ফিল্ডিং কোচ মিজানুর জানালেন, ‘সাকিবের থাকা না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, এটা (নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়া) সাকিবের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এটা (সাকিবের না থাকা) দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’
তবে নিউজিল্যান্ডে জেতার জন্য যাবেন জানিয়েছে মিজানুর বলেছেন, ‘আমরা জেতার জন্যই যাব। সাকিব বা অন্য আরও ভালো খেলোয়াড়েরা গেলে অবশ্যই দলের শক্তি বাড়ে। এখানে আমরা যদি শুরুতেই অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ওখানে ভালো কিছু করার প্রশ্নই আসে না।’
দল ঘোষণার ঘণ্টাখানেকের ভেতর নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব আল হাসান। সাকিবের চিঠি গ্রহণ করা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এর মধ্যেই চলছে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও সাকিবকে নিয়ে আলোচনায় কোনো কিছুই যেন বাধা হতে পারছে না।
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সেখানেও এল সাকিব প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। বিশ্বকাপের পর ঘরের মাঠেও একের পর এক হারে যখন দলের নাজেহাল অবস্থা, মিরপুর টেস্ট শেষেই আবার সাকিবকে পাবে না দল। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড শঙ্কা জাগানিয়া সেখানে সাকিবকে না পাওয়া ক্ষতিই বটে।
তবে বাংলাদেশ ফিল্ডিং কোচ মিজানুর জানালেন, ‘সাকিবের থাকা না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, এটা (নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়া) সাকিবের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এটা (সাকিবের না থাকা) দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’
তবে নিউজিল্যান্ডে জেতার জন্য যাবেন জানিয়েছে মিজানুর বলেছেন, ‘আমরা জেতার জন্যই যাব। সাকিব বা অন্য আরও ভালো খেলোয়াড়েরা গেলে অবশ্যই দলের শক্তি বাড়ে। এখানে আমরা যদি শুরুতেই অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ওখানে ভালো কিছু করার প্রশ্নই আসে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫