নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে কি তবে কুনজর পড়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের! প্রথম দিন চা বিরতির পর খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন মোটে ৬.২ ওভার খেলা হয়েছে। আর আজ তৃতীয় দিনের পুরোটাই গিলে নিল বৃষ্টি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গত রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি এখনো না থামায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা। মোট ৯৮ ওভার হবে এ দিন।
প্রথম দিন চটের কাভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিন থেকেই তেরপলের কাভারে পিচ ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। গতকাল দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ সংশ্লিষ্টরা মাঠে গেলেও আবহাওয়ার পূর্বাভাস জেনে আজ সবাইকে হোটেলেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আজ সোমবার তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে চা বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। কল্পনাবিলাসী আবহাওয়ায় সাকিব আল হাসান-বাবর আজমরা হয়তো চায়ের কাপে ঝড়ও তুলেছেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।
গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।
আগামীকাল থেকে বল যদি মাঠে গড়ায়ও, তবু ম্যাচটা যে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে; সেটি না বললেও চলে। সে ক্ষেত্রে সিরিজ জিতে নেবে পাকিস্তান। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
মিরপুর টেস্টে কি তবে কুনজর পড়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের! প্রথম দিন চা বিরতির পর খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন মোটে ৬.২ ওভার খেলা হয়েছে। আর আজ তৃতীয় দিনের পুরোটাই গিলে নিল বৃষ্টি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গত রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি এখনো না থামায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা। মোট ৯৮ ওভার হবে এ দিন।
প্রথম দিন চটের কাভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিন থেকেই তেরপলের কাভারে পিচ ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। গতকাল দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ সংশ্লিষ্টরা মাঠে গেলেও আবহাওয়ার পূর্বাভাস জেনে আজ সবাইকে হোটেলেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আজ সোমবার তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে চা বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। কল্পনাবিলাসী আবহাওয়ায় সাকিব আল হাসান-বাবর আজমরা হয়তো চায়ের কাপে ঝড়ও তুলেছেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।
গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।
আগামীকাল থেকে বল যদি মাঠে গড়ায়ও, তবু ম্যাচটা যে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে; সেটি না বললেও চলে। সে ক্ষেত্রে সিরিজ জিতে নেবে পাকিস্তান। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫