টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানেই হেরেছে মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ ইনিংসে পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ২০১ রানের লক্ষ্যটা তাই পাকিস্তান শেষ দিনের লাঞ্চের আগেই পেরিয়ে যায়।
দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। প্রথম ইনিংসে ৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফিরে যায় বাংলাদেশের টপ অর্ডার। বড় রানের দেখা পাননি টপ অর্ডারের সাদমান-সাইফ-শান্ত কেউই। মুমিনুল নিজেও রানের জন্য সংগ্রাম করেছেন। টপ অর্ডারের সবচেয়ে অভিজ্ঞ মুমিনুলের জ্বলে উঠতে না পারা দারুণভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে দলের বিপদ বাড়িয়ে কোনো রান না করেই আউট হন।
হারের পর অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টপ অর্ডারের ব্যর্থতা বড় কারণ ছিল। তবে আমি নিজের দায়টাই বেশি দেখছি। টপ অর্ডারে আমিই সবচেয়ে অভিজ্ঞ ছিলাম। অধিনায়ক হিসেবে আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। চার নম্বরে যদি একটা ভালো ইনিংস খেলতে পারতাম তাহলে ম্যাচের দৃশ্যটা হয়তো ভিন্ন রকমও হতে পারত।’
প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানেই অলআউট হয় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে চার উইকেটের সঙ্গে চতুর্থ দিন লাঞ্চের আগেই গুটিয়ে যায় মুমিনুলের দল। তাতে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ। তবে মুমিনুল বলছেন, এ রকম উইকেট (এই টেস্টের উইকেট) আশা করি। আমার কাছে মনে হয়, পুরোপুরি ফ্ল্যাট উইকেট ছিল। ব্যাটারদের জন্য সহায়ক ছিল। পেস বোলারদের জন্য কঠিন ছিল।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানেই হেরেছে মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ ইনিংসে পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ২০১ রানের লক্ষ্যটা তাই পাকিস্তান শেষ দিনের লাঞ্চের আগেই পেরিয়ে যায়।
দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। প্রথম ইনিংসে ৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফিরে যায় বাংলাদেশের টপ অর্ডার। বড় রানের দেখা পাননি টপ অর্ডারের সাদমান-সাইফ-শান্ত কেউই। মুমিনুল নিজেও রানের জন্য সংগ্রাম করেছেন। টপ অর্ডারের সবচেয়ে অভিজ্ঞ মুমিনুলের জ্বলে উঠতে না পারা দারুণভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে দলের বিপদ বাড়িয়ে কোনো রান না করেই আউট হন।
হারের পর অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘টপ অর্ডারের ব্যর্থতা বড় কারণ ছিল। তবে আমি নিজের দায়টাই বেশি দেখছি। টপ অর্ডারে আমিই সবচেয়ে অভিজ্ঞ ছিলাম। অধিনায়ক হিসেবে আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। চার নম্বরে যদি একটা ভালো ইনিংস খেলতে পারতাম তাহলে ম্যাচের দৃশ্যটা হয়তো ভিন্ন রকমও হতে পারত।’
প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানেই অলআউট হয় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে চার উইকেটের সঙ্গে চতুর্থ দিন লাঞ্চের আগেই গুটিয়ে যায় মুমিনুলের দল। তাতে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ। তবে মুমিনুল বলছেন, এ রকম উইকেট (এই টেস্টের উইকেট) আশা করি। আমার কাছে মনে হয়, পুরোপুরি ফ্ল্যাট উইকেট ছিল। ব্যাটারদের জন্য সহায়ক ছিল। পেস বোলারদের জন্য কঠিন ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫