নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই কি না বাংলাদেশের হার নিশ্চিত যেনেও মাঠে এসেছিলেন শতাধিক দর্শক। শেষ পর্যন্ত হতাশা নিয়েই তাঁদের ছাড়তে হয়েছে মাঠ। মুমিনুল হকরা যে পারেনি মাঠে অসাধ্যসাধন করতে। চট্টগ্রাম টেস্টের আড়াইদিন ম্যাচের চাবি নিজেদের হাতে রেখেও আজ পঞ্চম বাংলাদেশ হারল ৮ উইকেটের বড় ব্যবধানে।
২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক চতুর্থ দিনেই জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। আজ শেষদিনের শুরুতেও বাংলাদেশের বোলারদের হতাশ করে দুজনে ছুটছিলেন দুরন্ত গতিতে। আগে কে সেঞ্চুরি করবে, সেই প্রতিযোগিতায় যেন হচ্ছিল দুই পাকিস্তানি ওপেনারদের মধ্যে। তবে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ শিকার হয়ে শফিক ফিরলে ভাঙে ১৫১ রানের সেই জুটি। অভিষেক টেস্টের দুই ইনিংসে ফিফটি তুলে নেওয়া শফিকের এবারের ইনিংসটি ৭৩ রানের।
শফিক ফেরার পর আবিদ এই টেস্টে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটা প্রায় তুলে নিচ্ছিলেন। সেঞ্চুরিটা যখন দৃষ্টিসীমায় তখন দারুণ এক ডেলিভারিতে আবিদকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন তাইজুল। ইয়াসির হামিদের পর দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা হলো না আবিদের। ফিরতে হয়েছে ৯১ রানের আফসোসে পুড়ে।
এরপর বাবর আজমকেও ফেরানোর সুযোগ ছিল তাইজুলের সামনে। ৫ রানে পাকিস্তান অধিনায়ক ফিরতি ক্যাচ দিয়েছিলেন তাইজুলকে। কিন্তু বাঁহাতি স্পিনার সেটি ঠিকঠাক লুফে নিতে পারেননি। তারপর আর কোনো ভুল না করে লাঞ্চের আগেই পাকিস্তানকে জয়ের সরণিতে পৌঁছে দেয় বাবর–আজহার আলীর ৩২ রানের জুটি। আর তাতে মুমিনুলের দল পুড়ে ৮ উইকেটের হারের হতাশায়।
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই কি না বাংলাদেশের হার নিশ্চিত যেনেও মাঠে এসেছিলেন শতাধিক দর্শক। শেষ পর্যন্ত হতাশা নিয়েই তাঁদের ছাড়তে হয়েছে মাঠ। মুমিনুল হকরা যে পারেনি মাঠে অসাধ্যসাধন করতে। চট্টগ্রাম টেস্টের আড়াইদিন ম্যাচের চাবি নিজেদের হাতে রেখেও আজ পঞ্চম বাংলাদেশ হারল ৮ উইকেটের বড় ব্যবধানে।
২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক চতুর্থ দিনেই জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। আজ শেষদিনের শুরুতেও বাংলাদেশের বোলারদের হতাশ করে দুজনে ছুটছিলেন দুরন্ত গতিতে। আগে কে সেঞ্চুরি করবে, সেই প্রতিযোগিতায় যেন হচ্ছিল দুই পাকিস্তানি ওপেনারদের মধ্যে। তবে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ শিকার হয়ে শফিক ফিরলে ভাঙে ১৫১ রানের সেই জুটি। অভিষেক টেস্টের দুই ইনিংসে ফিফটি তুলে নেওয়া শফিকের এবারের ইনিংসটি ৭৩ রানের।
শফিক ফেরার পর আবিদ এই টেস্টে তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটা প্রায় তুলে নিচ্ছিলেন। সেঞ্চুরিটা যখন দৃষ্টিসীমায় তখন দারুণ এক ডেলিভারিতে আবিদকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন তাইজুল। ইয়াসির হামিদের পর দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা হলো না আবিদের। ফিরতে হয়েছে ৯১ রানের আফসোসে পুড়ে।
এরপর বাবর আজমকেও ফেরানোর সুযোগ ছিল তাইজুলের সামনে। ৫ রানে পাকিস্তান অধিনায়ক ফিরতি ক্যাচ দিয়েছিলেন তাইজুলকে। কিন্তু বাঁহাতি স্পিনার সেটি ঠিকঠাক লুফে নিতে পারেননি। তারপর আর কোনো ভুল না করে লাঞ্চের আগেই পাকিস্তানকে জয়ের সরণিতে পৌঁছে দেয় বাবর–আজহার আলীর ৩২ রানের জুটি। আর তাতে মুমিনুলের দল পুড়ে ৮ উইকেটের হারের হতাশায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫