টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হেরেছে মুমিনুল হকের দল। কাল শেষ টেস্টে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানান, উপমহাদেশের দলগুলোর বিপক্ষে স্পিনসহায়ক উইকেটে না খেলাই ভালো। সে ক্ষেত্রে তিনি মনে করেন, স্পোর্টিং উইকেটই ভালো হবে। উইকেট প্রসঙ্গে বলতে মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনো একমত নই। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানখেতে খেলতে দিলে ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়, এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জয়ের জন্য পেশাদার হলে আরও ভালো হয়।’
চোট কাটিয়ে মিরপুর টেস্টে মাঠে ফেরার কথা সাকিব আল হাসানের । সাকিব দলে থাকলে সমন্বয় করতেও সুবিধা হয়। এ প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল বললেন, ‘সাকিব দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম সমন্বয়ে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।
সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও এই টেস্টে তাসকিন আহমেদকে খেলিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুলও বললেন সে কথাই, ‘এই ম্যাচে তাসকিনের খেলার জন্য হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তখন সিদ্ধান্ত নিতে ভালো হবে। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ওর (তাসকিন) খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হেরেছে মুমিনুল হকের দল। কাল শেষ টেস্টে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানান, উপমহাদেশের দলগুলোর বিপক্ষে স্পিনসহায়ক উইকেটে না খেলাই ভালো। সে ক্ষেত্রে তিনি মনে করেন, স্পোর্টিং উইকেটই ভালো হবে। উইকেট প্রসঙ্গে বলতে মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনো একমত নই। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানখেতে খেলতে দিলে ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়, এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জয়ের জন্য পেশাদার হলে আরও ভালো হয়।’
চোট কাটিয়ে মিরপুর টেস্টে মাঠে ফেরার কথা সাকিব আল হাসানের । সাকিব দলে থাকলে সমন্বয় করতেও সুবিধা হয়। এ প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল বললেন, ‘সাকিব দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম সমন্বয়ে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।
সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও এই টেস্টে তাসকিন আহমেদকে খেলিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুলও বললেন সে কথাই, ‘এই ম্যাচে তাসকিনের খেলার জন্য হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তখন সিদ্ধান্ত নিতে ভালো হবে। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ওর (তাসকিন) খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫