ফেসবুক গুগলের আয়ে কড়াকড়ি
গুগল, ফেসবুক, আমাজনসহ দেশের অভ্যন্তরে সব বিদেশি প্রতিষ্ঠান এবং নাগরিকের উৎসে মূসকের হিসাব প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে পাঠানো রেমিট্যান্সের যেকোনো মাসের উৎসে মূসকের বিবরণী পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।