Ajker Patrika

গণস্বাস্থ্য হাসপাতালকে অ্যাম্বুলেন্স উপহার দিল হা-মীম গ্রুপ

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯: ০৭
গণস্বাস্থ্য হাসপাতালকে অ্যাম্বুলেন্স উপহার দিল হা-মীম গ্রুপ

গণস্বাস্থ্য নগর হাসপাতালকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। গতকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে হাসপাতাল প্রাঙ্গণে শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক আবুল কালাম আজাদ, জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এলাহী মনজুরুল হক এবং গণস্বাস্থ্যের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বদরুল হক, ডা. মুহিব উল্লাহ্ খোন্দকার, মনিকা রানী সরকারসহ অন্য কর্মকর্তারা।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর হা-মীম গ্রুপের চেয়ারম্যানসহ কর্মকর্তারা হাসপাতালের কেবিনে অসুস্থ গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক খোঁজখবর নেন। এ সময় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. জাফরুল্লাহ। পাশাপাশি দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, ধনাঢ্য ব্যক্তিদের ‘করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএআর) ফান্ড’ চিকিৎসাসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। —বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত