Ajker Patrika

ফেসবুক গুগলের আয়ে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ০৮
ফেসবুক গুগলের আয়ে কড়াকড়ি

গুগল, ফেসবুক, আমাজনসহ দেশের অভ্যন্তরে সব বিদেশি প্রতিষ্ঠান এবং নাগরিকের উৎসে মূসকের হিসাব প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে পাঠানো রেমিট্যান্সের যেকোনো মাসের উৎসে মূসকের বিবরণী পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈদেশিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসান।

কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা বৈদেশিক লেনদেনের সঙ্গে জড়িত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান এবং সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে প্রেরিত রেমিট্যান্সের ওপর এই উৎসে মূসকের অন্তর্ভুক্ত করা হবে। আর এ নির্দেশনা সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করতে হবে।

বিভিন্ন রপ্তানি পণ্যে প্রণোদনা

এদিকে একই দিনে দেশের অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অবস্থিত সফটওয়্যার, হার্ডওয়্যার, স্টিল, বাইসাইকেল, বস্ত্র, চাসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য উৎপাদন এবং বাজার সম্প্রসারণে নতুন করে প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশেষায়িত অঞ্চল এবং দেশের অন্যান্য স্থানে রপ্তানিকারক প্রতিষ্ঠান এ প্রণোদনার সুবিধা পাবে। বিশেষ করে কৃষিপণ্য রপ্তানির কাজে নিয়োজিত প্রতিষ্ঠানও ৪ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা-সুবিধা ভোগ করতে পারবে। আর বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা পাবে।

এ প্রণোদনার বিষয়ে গতকাল পৃথক পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে স্বাক্ষর করেন বৈদেশিক নীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসান। পরিপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এবং শতভাগ দেশীয় মালিকানাধীন শিল্প তথা সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য উৎপাদন এবং বাজার সম্প্রসারণে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে আরও রয়েছে সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যার।

এদিকে দেশে উৎপাদিত চা রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর দেশে উৎপাদিত বাইসাইকেল ও এর যন্ত্রাংশ রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিজস্ব কারখানায় উৎপাদিত বাইসাইকেল ও এর পার্টস রপ্তানির ক্ষেত্রে নিট মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে। বাইসাইকেল ও এর যন্ত্রাংশ রপ্তানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ন্যূনতম ৩০ শতাংশ হতে হবে।

পাশাপাশি সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে দেশে উৎপাদিত এমএস স্টিল পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া দেশে উৎপাদিত সিমেন্ট সিট রপ্তানির বিপরীতে প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত