Ajker Patrika

মার্কেন্টাইল ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৫৬
মার্কেন্টাইল ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে ঋণ দিতে ওয়ার্কিং ক্যাপিটাল বা বিনিয়োগের বিপরীতে পুনঃ অর্থায়নের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি সই হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফসাহট সুপারভিশনের কনফারেন্স রুমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্টে অব অফসাহট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাহট সুপারভিশনের উপমহাব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক লুৎফর হায়দার পাশা, উপপরিচালক খালেদ আবদুল্লাহ এবং মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএমডি ও এসএফইউ প্রধান শামীম আহমেদ ও এফএভিপি দিদারুল আলম উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত