Ajker Patrika

সাভারে ইভ্যালির চারটি ওয়্যারহাউস সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
সাভারে ইভ্যালির চারটি ওয়্যারহাউস সিলগালা

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চারটি ওয়্যারহাউস সিলগালা করে দিয়েছে প্রতিষ্ঠানটি দেখভালের জন্য আদালতের ঠিক করে দেওয়া অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড। গতকাল সাভারের আমিনবাজারে ইভ্যালির স্থাবর সম্পদের পরিমাণ দেখতে গিয়ে পিংক ফুড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বলিয়াপুর এলাকায় ওই চারটি ওয়্যারহাউস পরিদর্শন শেষে সেগুলো সিলগালা করা হয়।

এ সময় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন, সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ফখরুদ্দিন আহম্মেদ ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। ওয়্যারহাউসটিতে বেশ কিছু ইলেকট্রনিক পণ্য এবং কোমল পানীয় পাওয়া গেছে বলে জানা গেছে।

এর আগে গতকাল সকালে পরিচালনা বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে মাহবুব কবির মিলন বলেন, ‘আমরা ইভ্যালির চারটি গোডাউন সিলগালা করেছি। ওখানে প্রচুর মালামাল পাওয়া গেছে। অডিট টিম এটা হিসাব-নিকাশ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত