আয়কর মেলার সব সেবা কর অফিসে
আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে মেলার আয়োজন নিয়ে প্রস্তুত কর অফিসগুলো। এ বছর আয়কর মেলা না হলেও করদাতারা যাতে সেবা পান, সে জন্য প্রতিটি কর অঞ্চলে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কর্মকর্তারা। এবার এ সেবাগুলো দেশের ৩১টি কর অঞ্চল থেকেই পাবেন করদাতারা। এ জন্য প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য