বিএনপির যুগপৎ আন্দোলন: ওবায়দুল কাদের বললেন, সবাই ফুটপাতকেন্দ্রিক
বিএনপির যুগপৎ আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পল্টনে মোটামুটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট দেখলাম, বিজয়নগরে সমাবেশ করছে, সব মিলিয়ে ২৪ জন। তারা বসে আছে ফুটপাতের ওপর, মঞ্চও সেটা, শ্রোতাও সেখানেই, সবাই ফুটপাতকেন্দ্রিক। ভুয়া...ভুয়া...ভুয়া...এটা গরুর হাট।’