আওয়ামী লীগ হলো রেশমি মিঠাই: আলাল
‘আজকে আওয়ামী লীগ খেলার জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু মাঠে খেলতে গিয়ে দেখি, আওয়ামী লীগ নেই। আছে র্যাব, পুলিশ, ডিবি। পুলিশ, র্যাব বাদ দিয়ে খেলতে নামেন, দেখেন খেলায় কে জেতে। লুডু খেলার একটা নিয়ম আছে। ছয় একবার উঠলে আবার মারতে হয়। আওয়ামী লীগ অলরেডি তিন ছয় মেরে ফেলেছে। তিন ছক্কায় তারা পোক্কা হয়ে গেছে।