Ajker Patrika

চন্দ্রবাবু নাইডুর সমাবেশে আবারও পদদলন, নিহত ৩ নারী

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৮
চন্দ্রবাবু নাইডুর সমাবেশে আবারও পদদলন, নিহত ৩ নারী

ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সমাবেশে চার দিনের ব্যবধানে ফের পদদলনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) পদদলিত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের গুন্টুর জেলায় তেলেগু দেশম পার্টির রাজনৈতিক সমাবেশে অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দেন। সেখানে হুড়োহুড়িতে পদদলিত হন অনেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন নারীর। আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

গুন্টুরের পুলিশপ্রধান জানান, পদদলনের ঘটনা যখন ঘটে, তখন জনসভা শেষ করে চন্দ্রবাবু নাইডু তাঁর বাসভবনে ফিরে যান। সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান তিনি। 

এদিকে মর্মান্তিক এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভুক্তভোগী পরিবারগুলোকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন নাইডু। 

এর আগে বুধবার রাজ্যের নেল্লোর জেলায় চন্দ্রবাবু নাইডুর আরেকটি জনসভায় পদদলিত হয়ে আটজনের প্রাণহানি হয়েছিল। এর রেশ কাটতে না কাটতে ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল সাবেক মুখ্যমন্ত্রীর সমাবেশে। 

 ২০২৪ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্ধ্র প্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি ও মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে হঠাতেই এই ‘রোড শো’ কর্মসূচি। এর আগে গত মাসে কুরনুল ও এলোরুতে জনসভা করেন চন্দ্রবাবু নাইডু। সেখান থেকেই ‘জগন মোহন হটাও, অন্ধ্র বাঁচাও’ স্লোগানের ডাক দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত