Ajker Patrika

সরকার ভয় পেয়েছে, বিএনপি ভয়কে জয় করেছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২০: ৫৯
সরকার ভয় পেয়েছে, বিএনপি ভয়কে জয় করেছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম থেকে যে বার্তা আমরা দিই, সেই বার্তা সারা দেশে চলে যায় এবং মানুষ উজ্জীবিত হয়। জনসমাগমের মাধ্যমে দেশের মানুষের সামনে সরকার পতনের বার্তা দিতে পেরেছি। সরকার আজ সেই ভয়ে ভীত। এ কারণে তারা আমাদের ভয় দেখাতে চাচ্ছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা সেই ভয়কে আজ জয় করেছেন।’ 

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে বিএনপির কেন্দ্রঘোষিত গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ এবং বিএনপির ১০ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি কেন্দ্রঘোষিত এই কর্মসূচির আয়োজন করে। 

আমীর খসরু বলেন, ‘নেতা-কর্মীরা প্রমাণ করেছেন, শোভাযাত্রা, মিছিলে যত বাধাই আসুক, আমাদের নেতা-কর্মীরা পিছপা হন না। জীবন দিয়েছেন। ইতিমধ্যে আমাদের ১৩ জন সহযোদ্ধা শহীদ হয়েছেন, কিন্তু পিছপা হননি। দেশনেত্রী খালেদা জিয়া আজকে ঘরবন্দী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেক নেতাকে জেলে দেওয়া হয়েছে। আন্দোলনে কি ভাটা পড়েছে?’ 

আমীর খসরু আরও বলেন, ‘১৬ জানুয়ারি পরবর্তী কর্মসূচি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের সব জেলা, উপজেলাগুলোতে প্রতিবাদ সভা হবে। ১০ দফা আন্দোলনের অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আরেকটি ধাপ আমরা এগিয়েছি। পলোগ্রাউন্ডের জনসভার পর আজকে এবং ২৪ ডিসেম্বরের গণমিছিলে চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছেন, দখলদার, অবৈধ, অনির্বাচিত, ফ্যাসিস্ট সরকারকে জনগণ আর চায় না।’

আমীর খসরু বলেন, ‘গুম, খুন, হত্যা, মিথ্যা ও গায়েবি মামলার মাধ্যমে বিএনপির এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। এই আন্দোলনের মালিকানা দেশের জনগণ নিয়ে ফেলেছে। সুতরাং, কেউ প্রতিরোধ করতে পারবে না। শেখ হাসিনা, আপনি দেয়ালের লিখন পড়তে শিখুন। পরিষ্কারভাবে আপনাকে বিদায় হতে হবে। আর কোনো পথ নেই। আর যদি দেয়ালের লিখন পড়তে না পারেন, আপনাদের জন্য মোটেও মঙ্গল হবে না। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনারা টিকতে পারবেন না।’ 

প্রধান বক্তার বক্তব্যে বিভাগীয় দলনেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘চট্টগ্রাম রাজনীতির তীর্থস্থান। এই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি লড়াই করে ব্যর্থ হননি, আমরাও হব না।’ 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদীন ফারুক, জয়নাল আবেদীন, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত