Ajker Patrika

১১ জানুয়ারি ঢাকার দুই স্থানে সমাবেশ করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১: ২৮
১১ জানুয়ারি ঢাকার দুই স্থানে সমাবেশ করবে আ.লীগ

আগামী ১১ জানুয়ারি দেশব্যাপী বিএনপির গণ-অবস্থান কর্মসূচির দিন রাজধানীতে পৃথক সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ।

ওই দিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ এবং মিরপুরের শাহ আলী এলাকায় সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ১০ ও ৩০ ডিসেম্বরের মতো ১১ জানুয়ারি রাজধানীতে সতর্ক থাকবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দক্ষিণের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আগামী ১১ জানুয়ারি বিএনপি দেশব্যাপী গণ-অবস্থানের কর্মসূচি দিয়েছে। সেদিন রাজধানীতে সতর্ক অবস্থানে থাকতে এই সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উত্তরের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বলেন, ১১ জানুয়ারি মিরপুরে শাহ আলীতে আমরা জনসভা করব। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। 

১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বেলা ১১টায় এই গণ-অবস্থান শুরু হবে এবং বেলা ৩টায় শেষ হবে।

এর আগে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশ করে বিএনপি। আর ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত