অল্প–স্বল্প
সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশ্যই। কিন্তু সরকারেরই একাংশের তরফ থেকে করোনা-বিজয়ের মেসেজ যাওয়ায় ‘ভুল’ আনন্দে বিভোর জনগণের বড় অংশ যখন মাস্ক ছেড়ে খুল্লামখুল্লা চলতে শুরু করেছিলেন, তখনই হঠাৎ ‘ধামাকা’ এটা। কিন্তু লকডাউন বা সাধারণ ছুটি, গত বছরের সেটি এবং এ-বছরের এটি, দুটোর ক্ষে