Ajker Patrika

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে সব অফিস

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৬: ৫৪
১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে সব অফিস

করোনার সংক্রমণ বাড়ায় দেশজুড়ে চলছে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। এসময় জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, চলবে না যানবাহন, গার্মেন্টস কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে।

শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না। রোববার (১১ এপ্রিল) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার আগামী ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের বিষয়ে চিন্তাভাবনা করছে।

করোনার সংক্রমণ বিস্তার রোধে গত ৩ এপ্রিল সরকার ৫ এপ্রিল থেকে সাত দিনের নিষেধাজ্ঞা দেয়। কিন্তু অফিস ও কলকারখানা খোলা রেখে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষেরা। ব্যাপক অসন্তোষের মুখে তৃতীয় দিন থেকে সিটি করপোরেশন এলাকায় অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়।

এছাড়া ইদুল ফিতরকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে আজ শুক্রবার থেকে বাজার ও শপিংমলগুলোও সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত