Ajker Patrika

‘করোনা নিয়ন্ত্রণে প্রয়োজন টানা দুই সপ্তাহ লকডাউন’

নিজস্ব প্রতিবেদক
‘করোনা নিয়ন্ত্রণে প্রয়োজন টানা দুই সপ্তাহ লকডাউন’

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকরভাবে টানা দুই সপ্তাহ লকডাউনের প্রয়োজন বলে মনে করেন জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘টানা দুই সপ্তাহ লকডাউনে কিছু মানুষের সাময়িক দুর্ভোগ হলেও, করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে। এটাকে আমরা ভয়াবহ যদি না বলি, তাহলে আমরা ভুল করবো। গত কয়েক দিন করোনা শনাক্তের সংখ্যা সাত হাজারের ওপরে। মৃত্যু ৬০ এর ওপরে। সংক্রমণের হারও ২০ শতাংশের ওপরে রয়েছে। করোনা পরিস্থিতি যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউ তা জানি না। এভাবে চলতে থাকলে কিছু দিন পরে দৈনিক শনাক্তের হার ১৫ থেকে ২০ হাজারে গিয়ে দাঁড়াবে। মৃত্যু হবে কয়েক শ।’

লকডাউন প্রসঙ্গে ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘লকডাউন বলেন আর সাধারণ ছুটি বলেন। এর মধ্যে কিছু কিছু ব্যাপারে অস্পষ্টতা রয়েছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না। অফিসে লোক কমানোর কথা বলা হয়েছে। যে লোকগুলো অফিসে যাবে, অফিস ব্যবস্থাপনায় তাদের পরিবহন ব্যবস্থার কথা বলা হয়েছিল। কিন্তু তা কেউ করেনি, সবাই গণপরিবহনের ওপর নির্ভর করায় গণপরিবহন আবার চালু করতে হলো। কেউ অফিস নির্দেশনা মানেনি।’

এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ‘ব্যবসায়ীরা ঈদের আগে তাদের ব্যবসার কথা ভাবছেন, কিন্তু জীবনের কথা ভাবছেন না। এক বছর ধরে আমরা করোনা মোকাবিলা করছি কিন্তু স্বাস্থ্য খাতে অনেক বিষয়ে আমরা সক্ষমতা বাড়াতে পারিনি। দেশের বেশির ভাগ হাসপাতালে এখনও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই। তাই আমাদের হাসপাতাল ব্যবস্থাপনার আরও সম্প্রসারণ লাগবে।’

প্রথম ধাপে দ্বিতীয় ডোজ টিকা নিয়ে কোনো সংকট নেই জানিয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, 'করোনা টিকা আমাদের হাতে এসেছিল এক কোটি দুই লাখ ডোজ। প্রথম ধাপে প্রথম ডোজ টিকা নিয়েছে প্রায় ৫৫ লাখের মতো মানুষ। এই মানুষদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য যথেষ্ট টিকা আছে। এর মধ্যে চুক্তি অনুসারে আরও টিকা আসবে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত