Ajker Patrika

আয়কর মেলার সব সেবা কর অফিসে

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৪৯
আয়কর মেলার সব সেবা কর অফিসে

আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে মেলার আয়োজন নিয়ে প্রস্তুত কর অফিসগুলো। এ বছর আয়কর মেলা না হলেও করদাতারা যাতে সেবা পান, সে জন্য প্রতিটি কর অঞ্চলে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কর্মকর্তারা। এবার এ সেবাগুলো দেশের ৩১টি কর অঞ্চল থেকেই পাবেন করদাতারা। এ জন্য প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ স্থাপন করা হয়েছে।

তবে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমার সময়সীমা থাকায় এখনো কর অফিসে করদাতাদের তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না। রাজধানীর সেগুনবাগিচার কয়েকটি কর অফিস ঘুরে দেখা যায়, সব আয়োজন নিয়ে কর্মকর্তারা প্রস্তুত থাকলেও করদাতাদের উপস্থিতি কম। কিছু কিছু করদাতা এসে খুব সহজেই রিটার্ন জমা দিতে পারছেন। কর্মকর্তারা জানান, এখনো বেশ কিছুদিন সময় আছে। এ জন্য করদাতাদের উপস্থিতি কম। সময় যত কমে আসবে উপস্থিতিও বাড়তে থাকবে।

কর্মকর্তারা জানান, এবার করদাতারা বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেওয়ার সুবিধা নিতে পারবেন। অন্য বছরের ধারাবাহিকতায় এবারও ৬৬৬ জন সেরা করদাতাকে সম্মাননা জানাবে এনবিআর। ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবসে এ সম্মাননা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত