সুরের জাদুতে এবারের অস্কার মাতাবেন যাঁরা
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪ তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্র