ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’।
সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান।
রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’
অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’
এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।
ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’।
সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান।
রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’
অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’
এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫