পুত্র সন্তানের মা হয়েছেন ফ্রিদা পিন্টো। সেটি গত মাসেই তিনি জানিয়েছিলেন। এবার স্বামী কোরি ট্রানের জন্মদিনে সন্তানের নাম ঘোষণা করে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আজ সোমবারই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন ফ্রিদা পিন্টো। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোরি ট্রানের বুকের ওপর আরামে বিশ্রাম নিচ্ছে ছোট্ট শিশু।
অন্য একটি ছবিতে শিশুকে কোলে নিয়ে আছেন ফ্রিদা। তবে শিশুর মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া।
ক্যাপশনে ফ্রিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্যাডা কোরি! আমি তোমাকে আমার স্বামী, বন্ধু এবং জীবনের সঙ্গী হিসেবে দারুণ উপভোগ করি। তোমাকে শুধু একজন বাবা নয়, সুপার-ড্যাড হতে দেখতে পাওয়া আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে এবং আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত মা হিসেবে এটা আমাকে একটু বিশ্রাম দেয়। তুমি জানো না আমি এটা কতটা মর্মে উপলব্ধি করি! আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই যুগল জীবনের আমি প্রেমে পড়েছি। তোমাকে আমি পাগলের মতো ভালবাসি।’
ক্যাপশনের একেবারে শেষে এসে সন্তানের নাম উল্লেখ করেছেন ফ্রিদা। তিনি লিখেছেন, ‘রুমি-রে, তুমি ভাগ্যবান ছেলে!!’
ফ্রিদা-কোরি গত বছরের জুনে তাঁদের আসন্ন সন্তানের ঘোষণা দেন। গত মাসে এই সেলিব্রেটি দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।
২৬ অক্টোবর একটি ইনস্টাগ্রাম পোস্টে ফ্রিদা পিন্টো নতুন মা হিসেবে তাঁর জীবন এবং প্রসবোত্তর অভিজ্ঞতা নিয়ে লেখেন।
ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নেয়ার-এ অভিনয়ের জন্য পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এ চলচ্চিত্র অস্কার জেতে। এছাড়া রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, ইমর্টালস, তৃষ্ণা, লাভ সোনিয়া এবং নেটফ্লিক্স মুভি মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন ফ্রিদা।
পুত্র সন্তানের মা হয়েছেন ফ্রিদা পিন্টো। সেটি গত মাসেই তিনি জানিয়েছিলেন। এবার স্বামী কোরি ট্রানের জন্মদিনে সন্তানের নাম ঘোষণা করে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আজ সোমবারই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন ফ্রিদা পিন্টো। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোরি ট্রানের বুকের ওপর আরামে বিশ্রাম নিচ্ছে ছোট্ট শিশু।
অন্য একটি ছবিতে শিশুকে কোলে নিয়ে আছেন ফ্রিদা। তবে শিশুর মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া।
ক্যাপশনে ফ্রিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্যাডা কোরি! আমি তোমাকে আমার স্বামী, বন্ধু এবং জীবনের সঙ্গী হিসেবে দারুণ উপভোগ করি। তোমাকে শুধু একজন বাবা নয়, সুপার-ড্যাড হতে দেখতে পাওয়া আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে এবং আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত মা হিসেবে এটা আমাকে একটু বিশ্রাম দেয়। তুমি জানো না আমি এটা কতটা মর্মে উপলব্ধি করি! আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই যুগল জীবনের আমি প্রেমে পড়েছি। তোমাকে আমি পাগলের মতো ভালবাসি।’
ক্যাপশনের একেবারে শেষে এসে সন্তানের নাম উল্লেখ করেছেন ফ্রিদা। তিনি লিখেছেন, ‘রুমি-রে, তুমি ভাগ্যবান ছেলে!!’
ফ্রিদা-কোরি গত বছরের জুনে তাঁদের আসন্ন সন্তানের ঘোষণা দেন। গত মাসে এই সেলিব্রেটি দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।
২৬ অক্টোবর একটি ইনস্টাগ্রাম পোস্টে ফ্রিদা পিন্টো নতুন মা হিসেবে তাঁর জীবন এবং প্রসবোত্তর অভিজ্ঞতা নিয়ে লেখেন।
ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নেয়ার-এ অভিনয়ের জন্য পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এ চলচ্চিত্র অস্কার জেতে। এছাড়া রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, ইমর্টালস, তৃষ্ণা, লাভ সোনিয়া এবং নেটফ্লিক্স মুভি মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন ফ্রিদা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫