অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।
অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫