আগের দিনই তাঁকে দেওয়া হলো সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার। আর রাতেই তাঁর হাতে উঠলো সেরা অভিনেত্রীর অস্কার!
সিনেমা জগতের ইতিহাসে সম্ভবত বিরলতম ঘটনা এটি। তিনি কিন্তু হলিউডের অত্যন্ত নামি একজন অভিনেত্রী। অথচ একই সঙ্গে সবচেয়ে বাজে আবার সেরা কীভাবে হলেন এ লাখ টাকার প্রশ্ন।
এমন চমকই দেখিয়েছিলেন সান্ড্রা বুলক। ২০১০ সালে তিনি ‘দ্য ব্লাইন্ড সাইড’ সিনেমায় অনন্য সাধারণ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। ঠিক আগের দিনই ‘অল অ্যাবাউট স্টিভ’ সিনেমায় অভিনয়ে সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে ‘গোল্ডেন রাস্পবেরি’ পুরস্কারও জেতেন সান্ড্রা।
অবশ্য এর আগে বহুবার সান্ড্রা বুলকের হাত থেকে অস্কার ফসকে গেছে। শেষ পর্যন্ত ৪৫ বছর বয়সে ‘ব্লাইন্ড সাইড’-এর কল্যাণে তাঁর ভাগ্যের শিকে ছিঁড়ে।
এর আগের বছরই তিনি গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতেন। ‘লেই অ্যান টাউহি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় গুণে এ দুটি পুরস্কার জেতেন সান্ড্রা।
সমালোচকেরা বলেন, অভিনয়ের প্রতি সান্ড্রার যে একাগ্রতা, ভালোবাসা ও অধ্যবসায় তাতে এই সম্মাননা তাঁর পাওনা ছিল। তাছাড়া একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষও তাঁকে বহুদিন ধরেই সম্মানিত করার এক সুযোগ খুঁজছিল। সে বছর অসংখ্যবার মনোনয়ন পাওয়া অভিনেত্রী মেরিল স্ট্রিপকে না দিয়ে সান্ড্রা বুলককে সম্মানিত করার সিদ্ধান্ত নেয় অস্কার কর্তৃপক্ষ।
হলিউডের একজন প্রতিষ্ঠিত নায়িকার সবচেয়ে বাজে অভিনেত্রীর তকমা জেতাটা কিন্তু ওই সময় বেশ আলোচিত ঘটনা ছিল। কারণ তখন অস্কারের ৩০ বছরের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় ঘটনা। তাঁর আগে ২০০৫ সালে ‘ক্যাটওম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান আরেক অস্কারজয়ী অভিনেত্রী হ্যারি বেরি।
এদিকে ২০২১ সালে সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কেট হাডসন, অ্যান হ্যাথওয়ে এবং কেটি হোমসের মতো অভিনেত্রী।
আগের দিনই তাঁকে দেওয়া হলো সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার। আর রাতেই তাঁর হাতে উঠলো সেরা অভিনেত্রীর অস্কার!
সিনেমা জগতের ইতিহাসে সম্ভবত বিরলতম ঘটনা এটি। তিনি কিন্তু হলিউডের অত্যন্ত নামি একজন অভিনেত্রী। অথচ একই সঙ্গে সবচেয়ে বাজে আবার সেরা কীভাবে হলেন এ লাখ টাকার প্রশ্ন।
এমন চমকই দেখিয়েছিলেন সান্ড্রা বুলক। ২০১০ সালে তিনি ‘দ্য ব্লাইন্ড সাইড’ সিনেমায় অনন্য সাধারণ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। ঠিক আগের দিনই ‘অল অ্যাবাউট স্টিভ’ সিনেমায় অভিনয়ে সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে ‘গোল্ডেন রাস্পবেরি’ পুরস্কারও জেতেন সান্ড্রা।
অবশ্য এর আগে বহুবার সান্ড্রা বুলকের হাত থেকে অস্কার ফসকে গেছে। শেষ পর্যন্ত ৪৫ বছর বয়সে ‘ব্লাইন্ড সাইড’-এর কল্যাণে তাঁর ভাগ্যের শিকে ছিঁড়ে।
এর আগের বছরই তিনি গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতেন। ‘লেই অ্যান টাউহি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় গুণে এ দুটি পুরস্কার জেতেন সান্ড্রা।
সমালোচকেরা বলেন, অভিনয়ের প্রতি সান্ড্রার যে একাগ্রতা, ভালোবাসা ও অধ্যবসায় তাতে এই সম্মাননা তাঁর পাওনা ছিল। তাছাড়া একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষও তাঁকে বহুদিন ধরেই সম্মানিত করার এক সুযোগ খুঁজছিল। সে বছর অসংখ্যবার মনোনয়ন পাওয়া অভিনেত্রী মেরিল স্ট্রিপকে না দিয়ে সান্ড্রা বুলককে সম্মানিত করার সিদ্ধান্ত নেয় অস্কার কর্তৃপক্ষ।
হলিউডের একজন প্রতিষ্ঠিত নায়িকার সবচেয়ে বাজে অভিনেত্রীর তকমা জেতাটা কিন্তু ওই সময় বেশ আলোচিত ঘটনা ছিল। কারণ তখন অস্কারের ৩০ বছরের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় ঘটনা। তাঁর আগে ২০০৫ সালে ‘ক্যাটওম্যান’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান আরেক অস্কারজয়ী অভিনেত্রী হ্যারি বেরি।
এদিকে ২০২১ সালে সবচেয়ে বাজে অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কেট হাডসন, অ্যান হ্যাথওয়ে এবং কেটি হোমসের মতো অভিনেত্রী।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫