কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা দেখা আমাদের দায়িত্ব না: ইসি আনিছুর রহমান
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘কে নির্বাচনে আসবে, কে আসবে না—এটা দেখা আমাদের দায়িত্ব না। আমাদের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেভাবেই তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা তাদের দলীয় সিদ্ধান্ত। নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার আমাদের সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে একটি সাংবিধা