বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ সভাপতি শাহীনুর রেজা সুমনের বিরুদ্ধে।
হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি।
এর আগে, গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করে শাহীনুরসহ আরও অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছর মধ্যরাতে একজন নিরাপত্তা কর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেল বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান।
শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী।
এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, ‘খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’
আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে আশিকুরের কথা–কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ সভাপতি শাহীনুর রেজা সুমনের বিরুদ্ধে।
হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি।
এর আগে, গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করে শাহীনুরসহ আরও অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছর মধ্যরাতে একজন নিরাপত্তা কর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেল বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান।
শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী।
এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, ‘খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’
আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে আশিকুরের কথা–কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে