মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও মহাজোটের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের শীর্ষ নেতাদের ছেড়ে দেওয়া উচিত।
আজ চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি দেওয়া তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এটা অসম্ভব কিছু না। তবে প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। শর্ত দিয়ে কিছু হবে না।
সাম্যবাদী দলের এই নেতা বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। উনার পরে অন্য যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মিরসরাইতে সিনিয়র ও যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমি। আশা করি ১৪ দলের প্রধান শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন দেবেন।
সভায় দলটির মিরসরাই উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য দরকার বিএনপির তা নেই।’
তিনি বলেন, ‘মান থাকতে কিত্তন ক্ষান্ত দেন। নির্বাচনে অংশ নিন। উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে তাকে অব্যাহত রাখুন। রাজনীতি যার যার দেশ সবার। দেশের উন্নয়ন অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ চোখ বন্ধ রাখলে প্রলয় বন্ধ থাকবে না। পদ্মা সেতু, শিল্প অঞ্চল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ এ সরকারের অবদান।
তিনি বিএনপির আন্দোলন সংগ্রাম সম্পর্কে বলেন, ‘এই যে বিএনপি ২৮ অক্টোবর এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তারা যদি আন্দোলন এমন অবস্থায় নিতে পারত সবকিছু অচল হয়ে গেছে, সরকার দেশ চালাতে অক্ষম তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হতো। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার ক্ষমতা বিএনপির নেই।’
দিলীপ বড়ুয়া বলেন, তফসিল ঘোষণা হলে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। তখন বিএনপি না এলে ট্রেন চলে যাবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সে হিসেবে ‘নির্বাচনের পূর্বে দাবি দাওয়া নিয়ে মাঠে আন্দোলনে থাকবে এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে এমন জায়গায় গিয়ে আন্দোলনে ক্ষান্ত হওয়া উচিত, সাপও না মরে লাঠিও না ভাঙে। তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বডুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিত বডুয়া প্রমুখ।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও মহাজোটের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের শীর্ষ নেতাদের ছেড়ে দেওয়া উচিত।
আজ চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দিলীপ বড়ুয়া বলেন, বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি দেওয়া তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এটা অসম্ভব কিছু না। তবে প্রধানমন্ত্রীর অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। শর্ত দিয়ে কিছু হবে না।
সাম্যবাদী দলের এই নেতা বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না। উনার পরে অন্য যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মিরসরাইতে সিনিয়র ও যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমি। আশা করি ১৪ দলের প্রধান শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন দেবেন।
সভায় দলটির মিরসরাই উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারকে উৎখাত করার মতো যে শক্তি বা সামর্থ্য দরকার বিএনপির তা নেই।’
তিনি বলেন, ‘মান থাকতে কিত্তন ক্ষান্ত দেন। নির্বাচনে অংশ নিন। উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে তাকে অব্যাহত রাখুন। রাজনীতি যার যার দেশ সবার। দেশের উন্নয়ন অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ চোখ বন্ধ রাখলে প্রলয় বন্ধ থাকবে না। পদ্মা সেতু, শিল্প অঞ্চল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডিজিটাল বাংলাদেশ এ সরকারের অবদান।
তিনি বিএনপির আন্দোলন সংগ্রাম সম্পর্কে বলেন, ‘এই যে বিএনপি ২৮ অক্টোবর এত লোকের সমাগম করলো কিন্তু দিন শেষে ফসল তাদের ঘরে তুলতে পারেনি। তারা যদি আন্দোলন এমন অবস্থায় নিতে পারত সবকিছু অচল হয়ে গেছে, সরকার দেশ চালাতে অক্ষম তখন সরকার পদত্যাগ করতে বাধ্য হতো। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার ক্ষমতা বিএনপির নেই।’
দিলীপ বড়ুয়া বলেন, তফসিল ঘোষণা হলে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। তখন বিএনপি না এলে ট্রেন চলে যাবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, সে হিসেবে ‘নির্বাচনের পূর্বে দাবি দাওয়া নিয়ে মাঠে আন্দোলনে থাকবে এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে এমন জায়গায় গিয়ে আন্দোলনে ক্ষান্ত হওয়া উচিত, সাপও না মরে লাঠিও না ভাঙে। তাদের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। আর যদি বিএনপি নির্বাচনে না আসে এটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট দীর্ঘতম বডুয়া ও মিরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রণজিত বডুয়া প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে