গত তিন দিনে রাঙামাটিতে ৬৯ জনের করোনা শনাক্ত
গত ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত রাঙামাটি জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ২০ জুলাই ১৯ জন, ২১ জুলাই ১০ জন এবং ২৩ জুলাই ৩০ জন। এতে শনাক্তের হার ছিল যথাক্রমে ২৭ দশমিক ১৪ শতাংশ, ৪৭ দশমিক ৬৪ শতাংশ এবং ৪২ দশমিক ৮৬ শতাংশ।