Ajker Patrika

করোনায় ফায়ার সার্ভিসের উপরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় ফায়ার সার্ভিসের উপরিচালকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান উপপরিচালক আবুল হোসেন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজন সদস্য করোনায় মারা গেছেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে ওয়্যারহাউস ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপসহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন। গত বছরের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন। আগামী ২ অক্টোবর তাঁর স্বাভাবিক চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার কথা ছিল। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৫ জন। ৩৫৩ জন সুস্থ আছেন এবং বর্তমানে ৩৯ জন আইসোলেশনে আছেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা মো. রায়হান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত