Ajker Patrika

ভারতে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১: ৫২
ভারতে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭৪২ জনের; যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ৬০০ বেশি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩৫ জন; যা আগের দিনের তুলনায় ১১ জন কম। আজ রোববার (২৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৪৮৬ জনের। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫৮৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩০ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে এখন সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ। ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৩১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত