মমেক হাসপাতালে আরও ২৩ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে সাতজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৬ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, জামালপুরের তিনজন, নেত্রকোনার তিনজন ও গাজীপুরের দুইজন রয়েছে।