Ajker Patrika

গাজীপুরে একদিনে রেকর্ড ৪০৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, গাজীপুর (ঢাকা)
গাজীপুরে একদিনে রেকর্ড ৪০৫ জনের করোনা শনাক্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৬৮ দশমিক ৯৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৭ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মার গেছেন ২ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৪০ জন। আজ রোববার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনের জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগের ৫৮৭টি নমুনাসহ মোট ১ হাজার ৬৫ জনের করোনা পরীক্ষা করে হয়। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৮১ জন।

নতুন করোনা আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরের ১৯০ জন, কালিয়াকৈরের ৬৮ জন, কাপাসিয়ার ৬৮ জন এবং কালীগঞ্জের ১৮ জন এবং শ্রীপুরের রয়েছেন ৫ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৮৪ জনের। তাঁদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৪৭ জন।

এখন পর্যন্ত গাজীপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫০৯ জন, শ্রীপুরে ২ হাজার ৪২২ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯১৪ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৩০ জন, কালীগঞ্জে ১ হাজার ৩৭২ জন। জেলার মধ্যে উপজেলা ভিত্তিক বিবেচনায় সবচেয়ে বেশি গাজীপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত