Ajker Patrika

মমেকে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০৭

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১২: ৫৭
মমেকে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০৭

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ ও উপসর্গ নিয়ে ৮ জন মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। 
 
মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০; নেত্রকোনার ২; জামালপুর, টাঙ্গাইল, শেরপুর ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫) ও আব্দুল আওয়াল (৭২); ফুলপুর উপজেলার রহিমা খাতুন (৫০); হালুয়াঘাট উপজেলার নরেশ চন্দ্র (৯৬); গফরগাঁও উপজেলার মনির হোসেন (৫০); নেত্রকোনা সদরের আব্দুল আজিজ (৭০), হামিদা খানম (৮৫); টাঙ্গাইলের কালিহাতীর হাবিবুল্লাহ (৫৮)।

করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার সামছুল ইসলাম (৬৫); গৌরীপুর উপজেলার শামসুদ্দিন (৭০) ও মোতালেব (৬০); ফুলবাড়িয়া উপজেলার শকুন্তলা (৫০); ঈশ্বরগঞ্জ উপজেলার সুফিয়া খাতুন (৭০); জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০); শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আব্দুর রহমান (৭৮) এবং কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে এখন পর্যন্ত ৪৯০ ও আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫২টি নমুনা পরীক্ষায় আরও ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৭৪০ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত