Ajker Patrika

কক্সবাজারে আরও তিনজনের মৃত্যু, গত জুলাই মাসে মারা গেছেন ৬৪ জন

প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে আরও তিনজনের মৃত্যু, গত জুলাই মাসে মারা গেছেন ৬৪ জন

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মার গেছেন ১৯০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৫ জন।

জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ পরীক্ষাগার ও হাসপাতালের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯১১ জনের নমুনা পরীক্ষায় ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। গত জুলাই মাসে জেলায় করোনায় মোট মারা গেছেন ৬৪ জন। এ সময় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫০৮ জন। গত দেড় বছরে গত মাসে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদরের ৪৯ জন, উখিয়ার ৩০ জন, টেকনাফের ২৮ জন, চকরিয়ার ১৪ জন, মহেশখালীর ২৩ জন, পেকুয়ার ১১ জন, রামুর ৫ জন, কুতুবদিয়ার ৩ জন রয়েছেন। এ ছাড়া নতুন করে ২২ জন রোহিঙ্গারও করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫০ জন। এতে সুস্থতার হার ৮০ দশমিক ৪৬ শতাংশ। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৬২৭ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২২৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত