ঢাকায় বাড়ছে ডেঙ্গু রোগী
করোনা মহামারির মধ্যে রাজধানী ঢাকায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৭৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ রোগী। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, সচেতনতার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা সম্ভব।