Ajker Patrika

রাজধানীতে একদিনে ১০৪ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে একদিনে ১০৪ ডেঙ্গু রোগী ভর্তি

রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছেই না। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৪ জন। যা গত দুই তিন বছরের সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৪ জন। আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ৮১ জন। চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ২৪ দিনে এক হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন এক হাজার ৫৭৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ১৪৯ জন। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪১৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন তিনজন।
 
রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকার দুই সিটি করপোরেশন প্রতিদিনই এডিস মশা নিধনে অভিযান ছাড়াও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। তাদের পক্ষ থেকে জরিমানার পাশাপাশি মানুষকে সচেতন করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে। খোলা মাঠে, নির্মাণাধীন ভবন, অফিস, বাসা বাড়ি কিংবা কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। ‘তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন’ এই শ্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে বলা হয়, চলতি বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির জমে থাকা স্বচ্ছ পানিতে মাত্র একদিনের মধ্যে এডিস মশার জন্ম হতে পারে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে যেসব স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। সিটি করপোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত