Ajker Patrika

এক দিনে ঢাকায় রেকর্ড ১০৫ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক
এক দিনে ঢাকায় রেকর্ড ১০৫ ডেঙ্গু রোগী ভর্তি

করোনা মহামারির মধ্যে আরেক বিপদ হয়ে আবির্ভুত হয়েছে ডেঙ্গু। ভরা বর্ষাতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৫ জন। যা এ বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ১০৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত রাজধানীতে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৫ জন। এর আগের দিন ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিলেন ১০৪ জন। এর আগে এ সংখ্যা ছিল ৮১।

এ ছাড়া চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ২৫ দিনে ১ হাজার ৩০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। সে হিসাবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ১ হাজার ৬৭৯ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২১৬ জন।

বর্তমানে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৫৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি ছয়জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত